বিসমিল্লাহির রাহমানির রাহিম
স্রষ্টাই মহান
জ্ঞানিই শক্তি জ্ঞানই আলো. শিক্ষাই গতি, শিক্ষাই করবে দূর জগতের যত কালো. শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনধারাকে উন্নত থেকে উন্নততর করতে. প্রগতিশীল বিশ্বে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির তীব্র প্রতিযোগিতা চলছে. বিশ্বব্যাপী এই প্রতিযোগিতায় কেউ নেতৃত্ব দিচ্ছে, আর কেউ দর্শক সারিতে ৩২ অনাথ শিশুর ন্যায় মুখ গুমরে বসে আছে. আমরা যদিও অলস জাতি নই তথাপি যথাযথ ব্যবস্থাপনার অভাবে আমাদের এহেন অবস্থা বলে আমরা মনে করি এবং এর পেছনে মানসম্মত শিক্ষার অভাবই অন্তরায় বলে আমার বিশ্বাস। শিক্ষাক্ষেত্রে এসমস্ত অন্তরায়কে দূরীভুত করে শিক্ষাব্যবস্থাকে আরও সুনিবিড় এবং সুনিপূন করাই আমাদের লক্ষ্য. যেখানে দূর্বল পিছিয়ে পড়া ছাত্র/ছাত্রীদের অধিক গুরুত্বের সাথে পাঠদান দেওয়া হবে.এবং মেধাবী ছাত্র/ছাত্রীদের জ্ঞানের ক্ষুধা নিবারণে প্রতিষ্ঠান অধিক যত্নশীল হবে. এবং সর্বোপরি জাতিকে একটি আদর্শ ছাত্রসমাজ উপহার দিয়ে এক অবিস্মরণীয় কৃতিত্বের সাক্ষর রাখবে ।
ধন্যবাদান্তে
সভাপতি
আজমেরী বেগম উচ্চ বিদ্যালয়
সভাপতি
আজমেরী বেগম উচ্চ বিদ্যালয়